সুন্দরবনে রনি রায়ের জন্মদিন পালন সমব্যাথীর

সুন্দরবন : সদ্য প্রয়াত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রসাংবাদিক রনজয় রায়, ওরফে রনি রায়ের আটান্ন তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “সমব্যাথী”র  ‘শিক্ষা বিকাশ’ প্রকল্পের অধীনে পাঁচ থেকে দশ বছরের পঞ্চাশ জন দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীর মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নেওয়া হলো ।
দেশের 74তম স্বাধীনতা দিবসে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের অন্তর্গত কালিতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ছাত্র ছাত্রীদের হাতে নতুন পোশাক, স্কুল ব্যাগ, বই খাতা, কলম এবং খাদ্য সামগ্রী তুলে দেন সমব্যাথীর সদস্যরা। রনি রায়ের জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করে ছোট ছোট শিশুরা, এদিন অনুষ্ঠানে কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি মন্ডল, প্রাক্তন প্রধান শ্যামল মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা এবং কালীতলা পুলিশ থানার সাব ইন্সপেক্টর মনোরঞ্জন তিওয়ারি। সংগঠন “সমব্যাথী”র পক্ষ থেকে বলা হয় যে, ‘রনি দা আজ নেই। আত্মীয় পরিজন রা বর্তমানে বাড়ির অনুষ্ঠান এ  মাতোয়ারা। আমরা কিছু হতভাগ্যে দূরের লোক আজ সুন্দরবন এ এক ক্ষুদ্র প্রয়াস এ সামিল হয়েছিলাম। রনি দা কে আমরা সারাবছর এইরকম  ক্ষুদ্র প্রয়াস এর মাধ্যমে সবার মধ্যে বাঁচিয়ে রাখতে চেষ্টা করবো। রনি দা তুমি ভালো থেকো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here